Sunday, September 11, 2016

আবারোও পেপ গার্দিওলার কাছে হোসে মরিনহোর হার


স্পোর্টস ডেস্ক:
হোসে মরিনহোর গত মৌসুম ভালো কাটেনি চেলসিতে, তার জন্য বরখাস্তও করা হয়েছিল ক্লাব থেকে। তিনি নিজেকে দ্যা স্পেশাল ওয়ান দাবী করেন। গত মৌসুমে চেলসিতে খেলোয়াড়দের উপর অনেক বার নারাজ হয়েছেন। আর বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দিয়েছেন, আর তিনি প্রথম পরীক্ষাতেই ব্যথ হয়েছেন, ডার্বিতে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ২-১ হেরেছে মনিরহোর দল। প্রতিবারের ন্যায় এ হারের জন্য তিনি রেফারির কঠিন সমালোচনা করেন। মরিনহোর মতে রেফারি ম্যানচেস্টার সিটির অভিষিক্ত গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে তিনি মনে করেন।এবং সাথে পেনাল্টি দেওয়ার দরকার ছিল ম্যানইউকে। কিন্তু রেফারি তা করে নি।
ম্যানসিটির হয়ে গোল দুটি করেন কেভিন ডি ব্রুইন ও কেলেচি ইহেনাচো।  ম্যানইউর হয়ে গোল করেন  অভিষিক্ত জাতান ইব্রাহিমোভিচ। এছাড়া ম্যাচটি  ছিল মুলত মরিনহোর আর পেপ গার্দিওলার সাথে,  সেখানে জিতে গেলে পেপের ম্যানচেস্টার সিটির।এবং  মরিনহোর সাথে গার্দিওলার আগের ১৬ দেখায় ৮ জয় পেয়েছেন তিনি, মরিনহো  ৩বার জয় পান।

শেয়ার করুন