Monday, September 12, 2016

ফেনী শহরের ঈদ জামাতের সময়সূচী


ফেনী প্রতিনিধি :
         আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার ধর্মীয় দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা । তাই  ফেনী শহরের প্রধান ঈদে  জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের ঐতিহাসিক মিজান ময়দানে। আর এতে ইমামতি করবেন ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া ফেনী শহরের প্রধান প্রধান ঈদ জামাত গুলো হল, সকাল পৌনে ৮ টায় শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে, সাড়ে ৭ টায় এসএসকে রোডের জহিরিয়া মসজিদে,ফেনী স্টেশন জামে মসজিদে, মহিপাল সার্কিট হাউজ জামে মসজিদ, পাঠানবাড়ী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ফেনী জেলা তথ্য কর্মকর্তা মো: মুহিতুল আলম বিষয়টি সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন