Tuesday, September 20, 2016

এফডিসিতে নন্দিত তারকা সালমান শাহ স্মরণে উৎসব


বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের দেশ সেরা অভিনেতা ছিলেন সালমান শাহ। এই প্রয়াত তারকা অভিনতার ৪৫তম জন্মদিন ছিল ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশের চলচ্চিত্রে অপরিসীম অবদানের জন্য এফডিসিতে নায়ক সালমান শাহর স্মরণে উৎসবের আয়োজন করা হয়েছে। তার ৪৫তম জন্মদিন  উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত  সালমানকে স্মরণ করবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আর তাই ২৯ সেপ্টেম্বর এফডিসিতে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব ২০১৬’।

এই জন্য সালমান শাহ স্মৃতি পরিষদ তার জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০০৩ সাল থেকে কর্মসূচি পালন আসছে আর তারই ধারাবাহিকতায় এবার করবেন তারা।এই জন্য আগামী  ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এফডিসি চত্বর ও জসিম ফ্লোরে দেশের তারকা অভিনেতা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সারাদিনব্যাপী ‘সালমান শাহ উৎসব ২০১৬’ পালিত হবে। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি অনুষ্ঠানে প্রয়াত নায়েকের ভক্ত, অনুরাগীদের  আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে থাকার জন্য।

শেয়ার করুন