Tuesday, September 20, 2016

দাগনভূইয়ার ৮নং জায়লঙ্কর (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ রাষ্ট্রীয় সফরে বিদেশ ভ্রমন


দাগনভূইয়া প্রতিনিধিঃ
দাগনভূইয়ার ৮নং জায়লঙ্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ১০দিনের রাষ্ট্রীয় সফরে বিদেশে গেছেন। বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ( এলজিআইডি) আমন্ত্রনে গতকাল সোমবার  জেড এয়ারলাইন্সের  বিমানে করে ভারতে ৬ দিন আর মালোয়েশিয়া ৪দিন  মোট ১০ দিনের সফরে  দেশ ত্যাগ করেন। এছাড়া তিনি যাওয়ার আগে বলে যান দুই দেশের এই সফরে উভয় দেশের  বিভিন্ন কর্মশালায় অংশগ্রহন ও প্রকল্প দেখবেন।

তিনি ছাড়াও দেশের আরোও শ্রেষ্ঠ ৯জন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ ২২ সদস্যের একটি প্রতিনিধি দল গেছেন। সম্ভবত আগামী ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মামুনুর রশিদ মিলনসহ ওই প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে। যাওয়ার সময় ৮নং জায়লঙ্কর ইউনিয়ন চেয়ারম্যান দেশবাসী সবাইর কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন।

শেয়ার করুন