Monday, September 19, 2016

ফেনী দাগনভূইয়া স্কুলছাত্রী অপহরণ


দাগনভূইয়া প্রতিনিধি:
গত শনিবার দাগনভূইয়া উপজেলা করমুল্যাপুর গ্রামে খুরশিদ আলমের (প্রবাসী) মেয়ে সিনতিয়া (১৩) কে স্কুলে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মিজান। মেয়েটি বরইয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিরর ছাএী। মেয়েটির খালা মিম "টাইমস অব ফেনীকে" বলেন, ছেলেটি মেয়েটির বাড়িতে বিল্ডিং ও ইলেকট্রিকের কাজ করতো। সে মেয়েকে প্রেমের প্রস্তাবে দেয়, আর মেয়েটি তার মাকে প্রেমের প্রস্তাবের কথা বলে দেয়।

পরে স্কুলছাএীর মা ছেলেকে ডেকে নিষেধ করে এবং  তাদের বাড়িতে কাজ না করার জন্য বলে। গত শনিবার মেয়েটি স্কুলে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় বখাটে মিজান। আজ তিনদিন হয়ে গেলও মেয়ের কোন খোঁজ খবর না পেয়ে পিতামাতা  অসুস্থ হয়ে পড়েছেন বলে মেয়ের খালা আমাদেরকে জানান। আর কেউ যদি এই অপহরণকারী মিজানের সন্ধান পান। এই নাম্বার ফোন দিয়ে সাহায্য করবেন। 01751806796 / 01869180375

শেয়ার করুন