Tuesday, September 27, 2016

ফেনীতে তিন দিনব্যাপী শুরু হয়েছে বইমেলা


ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে‘কৈশোর তারুণ্যে বই’শীর্ষক নামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বইমেলা। এ বইমেলা ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, সভাপতিত্ব করেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তুষার আবদুল্লাহ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যাপক রফিক রহমান ভূঁঞা। উক্ত বইমেলা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক জয়নাল হোসেন, প্রকাশক মিলন কান্তি নাথ, সৈয়দ জাকির হোসেন, মাহরুখ মহিউদ্দিন, প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, ফেনী সরকারী কলেজের ছাত্রী তিশা প্রমুখ।

 ফেনী বইমেলায় দেশের বিভিন্ন নামীদামী  প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রতিষ্ঠানগুলো হলো অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস্, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন। মেলায় ১২টি স্টলে দেশের স্বনামধন্য লেখক ও প্রকাশনীর বই সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত মেলায় জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বইয়ের স্টলগুলো ঘুরে দেখে এবং কিনতে দেখা যায়। এই মেলা চলবে আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত।

শেয়ার করুন