Sunday, October 2, 2016

যশোরে বেনাপোল স্থল বন্দরে গুদামে আগুন নিয়ন্ত্রণে


বিশেষ রির্পোটারঃ
যশোরে বেনাপোল স্থল বন্দরে পন্য গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার ভোর ৬ টা ১০ মিনিটের সময় বেনাপোল বন্দরের ২৩ নম্বর পন্য গুদাম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর আগুন পোর্ট থানা ভবনসহ বিভিন্ন পন্য গুদামে ছড়িয়ে পড়ে। শেষে যশোর ও বেনাপোল বন্দর ফায়ার সার্ভিসের আটটি এবং ভারতের পেট্রাপোল বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের
প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পরে সকাল ৯টার দিকে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণের এসেছে বলে তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন