Sunday, October 23, 2016

ফেনী ফুলগাজীতে ইউপি নির্বাচনের আচারণ বিধি লঙ্গনে প্রার্থীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার


ফুলগাজী প্রতিনিধিঃ
ফেনী ফুলগাজীতে ইউপি নির্বাচনের আচারণ বিধি লঙ্গনে প্রার্থীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা। গতকাল  শনিবার বিকেলে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের পোষ্টার বাজারে, অফিসে, দোকান ও বিভিন্ন স্থাপনায় আঠা দিয়ে লাগানোর কারণে  সতর্ক করেন। উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা সাথে ওই ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন চৌধুরী, বি আর ডিবির এ আরডিও গোলাম মোস্তফা ও ফুলগাজী প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন