Saturday, October 15, 2016

পাকিস্তানের অভিনেতা থাকায় ঐশ্বরিয়া ও রনবীরের ছবি নিষিদ্ধ!


বিনোদন ডেস্কঃ 
পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান থাকায় ঐশ্বরিয়া ও রনবীরের ছবি মুভি নিষিদ্ধ করেছে। সাম্প্রতিক কাশ্মীরে উরি সেনা ঘাঁটিতে হামলার বিরোধ এখনও চলছে। এই জের হিসেবে বলিউড ছবি ডিরেক্ট করণ জোহর মহাবিপাকে পড়েছেন। করণ জোহরের বিগ বাজেটের  বহুল  আলোচিত মুভি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিষিদ্ধ করেছে  ভারতের ৪ রাজ্যে! এর আগে  ভারতের সিওইএআই নামে সিনেমা হল মালিকদের একটি সংস্থা করণ জোহরের  ওই সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছেন। ওই ছবিতে পাকিস্তানি  অভিনেতা ফাওয়াদ খান সহ ঐশ্বরিয়া রাই, রণবীর কাপুর, আনুশকা শর্মা অভিনয় করেছেন।

আর ফাওয়াদ খান অভিনয় করছেন ঐশ্বর্যের সাবেক স্বামীর ভূমিকায়। ঐশ্বরিয়া সাথে প্রথমে ফাওয়াদের জায়গায় সাইফ আলি খানের অভিনয়ের করার কথা ছিল।পরে সাইফ আলি কে বাদ দিয়ে ফাওয়াদ খানকে নেওয়া হয়। ভারত-পাকিস্তানের  বর্তমান সম্পর্কের অবস্থা ভালো না। আর তার জের ধরে সিওইএআই-এর ঘোষণার ফলে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, এবং কর্ণাটকের একটা বড় অংশে ছবিটি প্রদর্শিত হচ্ছে না বলে করণ জোহর জানান। সিওইএআইর বক্তব্য, “দেশের মানুষের আবেগ, ভালোবাসা ও দেশের স্বার্থের কথা বিবেচনা করে  পাকিস্তানি অভিনেত্রা ও অভিনেত্রীরা যেইসব ছবিতে অভিনয় করেছেন আমরা এমন ছবি গুলো কোনো সিনেমাহলে মুক্তি দিবো না।

শেয়ার করুন