Tuesday, November 1, 2016

ফেনীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১টি বাদে সবকয়টিতে নৌকার প্রার্থীরা বিজয় লাভ


ফেনী প্রতিনিধিঃ
দেশের ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচনে বাকি ইউনিয়নের মধ্যে ফেনীর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১টি বাদে সবকয়টিতে নৌকার প্রার্থীরা বিজয় লাভ করেছে। যেইটিতে  নৌকার প্রার্থীরা বিজয় লাভ করতে পারেনি তা হল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন। ধর্মপুর ইউনিয়নে জয় লাভ করেছে  বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন শাকা। শাকার  প্রাপ্ত ভোট হচ্ছে, ৯২৮২। এছাড়া বাকিগুলোর মধ্যে বালিগাঁও ইউনিয়ন পরিষদে জয়লাভ করেছেন মোজ্জামেল হক বাহার । তিনি পেয়েছেন ১৪৫৫৬। ফেনী  ফুলগাজী উপজেলার মুন্সির হাটে নুরুল আমিন ভূঞা তার ভোট ৮ হাজার ১৬৪, ফুলগাজী সদরে নুরুল ইসলাম ৯৬৫০। আর
জিএম হাটে মজিবুল হক ৩৭৬২ পেয়েছেন। এবং আমজাদ হাটে মির হোসেন মিরু তিনি পেয়েছেন ৬১২০ ভোট।

শেয়ার করুন