Tuesday, November 1, 2016

একটি অবাক করার বিষয় হল ভারতের ৬.৫ কোটি মানুষ একদিনের জন্য স্কুলে যায়নিআন্তর্জাতিক ডেস্কঃ
বর্তমান আধুনিক বিশ্বে এক  অবাক করার বিষয় হল ভারতের ৬.৫ কোটি মানুষ একদিনের জন্য স্কুলে যায়নি। এক জনসংখ্যা বিষয়ক রিপোর্টে বলা হয়েছে, ভারতে গত এক দশকে ৫-১৯ বছর বয়সের ৬.৫  কোটি জনগন কোনো  স্কুলের মুখ দেখেনি। এছাড়াও পরীক্ষা ব্যর্থ হয়েছে প্রায় ৪.৫ কোটি শিক্ষার্থী। কিছু দিন আগে জনগণনা রিপোর্টের পরিসংখ্যান ২০১১ বলছে, ভারতে ৫-১৯ বয়সের মধ্যে জনসংখ্যা আছে ৩৮.০১ কোটি। আর তাদের মধ্যে ২৬.৯৮ কোটি  মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। 

এছাড়া  ৬.৫৪ কোটি ছেলেমেয়ে তারা কোনো দিন স্কুলে যায়নি। জনগণনা রিপোর্টে আরো বলা হয়েছে, ৫-১৯ বছর বয়স সীমার মধ্যে যারা আছে  তারা বিশেষভাবে সক্ষম রয়েছে ৬৫.৭ লাখ মানুষ। আরো অবাক করার বিষয় হল, এদের মধ্যেও আবার সাড়ে ১৭ লাখ মানুষ তারাও কোনো দিন স্কুলে যায়নি। রিপোর্টে আরো বলা হয়েছে, যারা বিশেষভাবে সক্ষম তাদের মধ্যে স্কুলে পড়াশোনা করেছে ৪০.২ লাখ মানুষ। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২২.৮ লাখ আর মহিলার সংখ্যা ১৭.৪ লাখ। তথ্য সূত্র : এইসময়

শেয়ার করুন