Sunday, November 6, 2016

নিম্নচাপে ইঞ্জিন বিকল হয়ে টেকনাফ সেন্টমার্টিন্স দ্বীপে ৪ মাঝিমাল্লা সাগরে ভাসছেন
বিশেষ প্রতিনিধিঃ
নিম্নচাপে ইঞ্জিন বিকল হয়ে টেকনাফ সেন্টমার্টিন্স দ্বীপে ৪ মাঝিমাল্লা বঙ্গোপসাগরে  ভাসছেন বলে খবর নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় লোকজন জানিয়েছন, জেলেরা  মাছ ধরতে  গিয়ে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে নিম্মচাপের প্রভাবে তারা আটকা পড়ে আছেন।  এর আগে সেন্টমার্টিন্সের ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ নুর আহমদ বলেন, অনেকদিন  সাগরে মাছ ধরা বন্ধ থাকার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায়তে তারা সতর্কতা সংকেত থাকা পরও  ৪ নভেম্বর রাতে সেই চার জেলে সাগরে মাছ শিকারে যায়। 

ওই ৪ জেলে হল কুনাপাড়ার মৃত ইউসুপ আলীর ছেলে আবদুর রহমান মাঝি (৪০), পশ্চিমপাড়া সুলতান আহমদের ছেলে শামসুল আলম (২৫), পশ্চিমপাড়ার রায় উল্লাহ (৪৫) ও মাঝেরপাড়া মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ আমিন (২৪)। তারা সেই দিন বিকেলে সেন্টমার্টিন্সের কুলে ফেরার কথা ছিল। তিনি আরো বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় তারা মধ্য সাগরে আটকে যায়। তাই তারা  ফিরতে পারেনি। তিনি জানান, তারা এখন শাহপরীর দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় রয়েছেন।  নিম্নচাপের কারণে তাদেরকে কোনো ফিশিং ট্রলার তাদের উদ্ধারে সাহস পাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। এছাড়া  তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। ৪ জেলে আটকা পড়ার বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

শেয়ার করুন