Wednesday, November 30, 2016

বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে গায়ক আসিফকে পাগল বললেন অধিনায়ক মুশফিক


খেলাযোগঃ
বিপিএলে ফিক্সিং নিয়ে গুন্জন উঠাকে শংকাজনক বলে অভিহিত করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ নিয়ে তিনি বোর্ডকে সতর্ক থাকার আহবান জানান। এদিকে বরিশাল বুলসের ম্যাচ ফিক্সিং নিয়ে গায়ক আসিফ আকবরের অভিমতকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিযেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রত্যেক বছরেই ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠে, তবে এ অভিযোগ কখনো ভিত্তিহীন বলে প্রমানিত হয়নি। কালো অধ্যায়ের সেই ফিক্সিং এবারো বাধা বেধেছে। রংপুৃর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ ও দলটির ম্যানেজার সানাউর হোসেনকে নিয়ে উঠা ম্যাচ ফাতানো বিতর্ক এখন দুর্নীতি দমন ইউনিট এর টেবিলে। এর মধ্যে বোমা ফাটিয়েছে বরিশাল বুলসের শুভেচ্ছা দূত গায়ক আসিফ আকবর। তিনি তার ফেসবুক পেজে বরিশাল বুলসের কয়েকজন দেশী ও বিদেশী খেলোয়াডকে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে অভিযোগ করেন, কিন্তু তার কাছে প্রমাণ নেই। এনিয়ে বরিশাল ‍বুলসের মালিকও অভিযোগ করেন।

বিস্তারিত ভিডিওতে.......


শেয়ার করুন