Tuesday, November 29, 2016

সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ফেনীতে ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ


ফেনী প্রতিনিধিঃ
গতকাল সোমবার বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরের সামনে এসে শেষ হয়। এসময়  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগ নেতা রিয়াদ আজিজ আহম্মদ চৌধুরী রাজিব, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, একটি কুচক্র মহল ফেনীর উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নিজাম হাজারীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্ম ীরা যে কোন মূল্যে তা প্রতিহত করতে প্রস্তুত বলে বক্তারা জানান।

শেয়ার করুন