Tuesday, November 8, 2016

খুলনায় 'বন্দুকযুদ্ধে' ১ চরমপন্থী নিহতবিশেষ প্রতিনিধিঃ
আজ খুলনায় জেলায় 'বন্দুকযুদ্ধে' ১ চরমপন্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে খুলনা জেলার ফুলতলা এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছে বলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। ওই  বন্দুকযুদ্ধে নিহতের চরমপন্থী নেতার নাম বিল্লাল হোসেন। আর স্থানীয় সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন, ফুলতলা থানার  (ওসি)। তিনি জানান,  ফুলতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময়  চরমপন্থী বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিপ্লব নিহত হয়েছেন। এছাড়াও  ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন