Saturday, December 17, 2016

বাইসাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড
খেলাযোগঃ
একলাইনের সবচেয়ে দীর্ঘ সারির বাইসাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড ভাঙ্গার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের সাইকেল স্ট্রাক । মহান বিজয় দিবসে প্রায় ১২০০সাইকেলিস্ট সাইকেল চালিয়ে নতুন একটা রেকর্ড বের করে ।এর আগে ২০১৫ সালে বসনিয়ায় ৯৮৪ সাইকেলিস্ট এর সাইকেল চালানোর ঘটনাটি এখনো দীর্ঘতম বাইসাইকেল চালানোর ঘটনা । তাই বাংলাদেশ ও এবার নাম লেখাতে চায় গ্রিনীচ বুক ওয়াল্ড্। তাই প্রায় ১২০০ সাইকেলিস্ট একের পর এক সাইকেল চালিয়ে প্রায় ৯ কি.মি পথ পাড়ি দেয় । নারীরা ও এতে অংশ নেয় । এখন শুধু অপেক্ষা গ্রিনিচ বুক ওব ওয়াল্ডে নাম লেখানো । এই সংবাদটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে আরো ১সপ্তাহ।

শেয়ার করুন