Sunday, December 18, 2016

মাঠে ও বাইরে ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না আল- আমিনেরখেলাযোগঃ
মাঠ ও মাঠের বাইরে ভুল ধরিয়ে দেওয়ার মতো লোকের বড্ড দরকার বলে মনে করেন পেসার আল আমিন হোসেন । জীবনের কিছু ছোট ভুল ক্যারিয়ারের জন্য বড় বিপদ বলে ও মনে করেন পেসার আল আমিন । সবকিছু কাটিয়ে ওঠে দ্রুত জাতীয় দলের জার্সি গায়ে ছড়ানোর চেস্টায় আছেন পেসার । শরীর আর মনের সাথে লড়াই করে প্রতিদিন কাটছে পেসার আল আমিন এর । জাতীয় দলের বিশাল বহরে ও জায়গা হয়নাই, আছেন স্টান্ড বাই তালিকায় । প্রস্তুত থাকতে হবে নিজেকে যদি প্রয়োজন পড়ে । নির্বাচন প্যানেলের ব্যাখ্যা শৃঙ্খলা বোধের অভাব নাকি আছে পেসার আল আমিনের । এমন ভুলে বিপিএলে চুক্তির অর্ধেক টাকা জরিমানা গুনেছেন । বাস্তবতা থেকে ‍শিখছে আল আমিন । আপাতত ‍পিট থাকার চেষ্টাটা মাঠের অনুশীলনে। মনোযোগ দিতে চান ঘরোয়া ক্রিকেটে ।


শেয়ার করুন