Saturday, December 10, 2016

এবার বিপিএলের সেরা খেলোয়াড মাহমুদুল্লা রিয়াদ


খেলাযোগঃ
গেলো ওয়াল্ড কাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দল অনেক খানি বদলে গেছে। বদলে যাওয়ার কারণ হল মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের দিন বদলের পারফরমেন্স দেখে গেছেবিপিএল ও। টুর্নামেন্ট ঘুরে রানের খাতা ভারি করেছেন খুলনা ট্রাইটান্সের কেপ্টিন। শুধু যে রান বাড়িয়েছেন তা নয়, যে কয়টা বড় ম্যাচ খেলেছে তাঁর সব কয়টা ম্যাচ জয়। সব মিলিয়ে তামিম ইকবালের পর এবারের  আসরের দ্বিতীয় সেরা। শুধু কি ব্যাটিং, বল হাতে শেষ  ওভারের ম্যাচ জিতিয়েছেন দুই দুইবার এ অলরাউন্ডার।টুর্নামেন্টে সেরা পুরুষ্কার গেছে রিয়াদের হাতে, তবে তার দল ফাইনাল খেলতে পারে নি। এবারের আসর কে রিয়াদ হয়তো বেশি মনে রাখবেন। 


শেয়ার করুন