Tuesday, December 20, 2016

সুইজারল্যান্ডে জুরিখে মসজিদে বন্দুকধারীর হামলায়, আহত ৩আন্তর্জাতিক ডেস্কঃ
সুইজারল্যান্ডে জুরিখে মসজিদে বন্দুকধারীর হামলায়, আহত হয়েছে ৩জন। সোমবার সন্ধ্যায় মসজিদে লোকজন নামাযরত অবস্থায় ১ বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণে ৩জন আহত হয়।মসজিদটিতে হামলার কথা সুইজারল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরো জানিয়েছে, মসজিদটির ভিতরে থেকে হামলার নমুনা সংগ্রহ করা হয়েছে। উক্ত হামলার বিষয় আজ মঙ্গলবার জানান হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। হামলায়  ৩০, ৩৫ ও ৫৬ বছর বয়সী ৩ ব্যক্তি আহত হয়েছেন। 

তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে পুলিশ। আহত ৩ জন কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, কালো পোশাক ও কালো উলের ক্যাপ পরা ৩০ বছর বয়সী এক যুবক এ হামলাটি চালিয়েছে। সুইজারল্যান্ডের ইসলামি সংগঠনগুলোর ফেডারেশন জানিয়েছে, হামলার শিকার ইসলামিক সেন্টারটি তাদের সদস্যদের অন্তভুক্ত নয়। আর  ঘটে যাওয়া ঘটনাটির  বিষয়ে প্রত্যক্ষভাবে তাদের কিছু জানা নেই। এছাড়াও সুইজারল্যান্ডের নাগরিক ৮৩ লাখের মধ্যে ৫ শতাংশ মুসলিম আর বাকীরা অধিকাংশই খ্রিস্টান।

শেয়ার করুন