Sunday, December 4, 2016

দাগনভূইয়ার জায়লঙ্কর ইউনিয়নের নব্বই লাখ টাকার সড়ক নির্মাণ কাজের উদ্ধোধনদাগনভূইয়া প্রতিনিধিঃ 
দাগনভূইয়ার জায়লঙ্কর ইউনিয়নের নব্বই লাখ টাকার সড়ক নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। সড়ক গুলো হলো সিলোনিয়া -আলমপুর সড়ক পাঁকাকরণ ,আমিরগাঁও-আলমপুর এবং আমিগাঁও-নেয়াজপুর সড়ক। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম। বক্তব্য রাখেন,ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নূরনবী, ইউপি মেম্বার, জামাল উদ্দিন, নজরুল ইসলাম স্বপন মেম্বার, সমাজ সেবক হাজী নুরুল আমিন, সিরাজুল হক, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ। উদ্ধোধনী অনুষ্ঠানে পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নয়ন মজুমদার।

শেয়ার করুন