Monday, December 12, 2016

নোয়াখালীর সেনবাগে বিশ্ব সুন্নী আন্দোলনের বিশাল ঈদে আজম সমাবেশ ও আনন্দ জুলুস অনুষ্ঠিত

সেনবাগ প্রতিনিধিঃ
      দয়াময় আল্লাহতালার নূর ও রাসূল, মানব জীবনে সত্য ও জ্ঞান এবং জীবনের সকল আলোকমালার উৎস, সকল মিথ্যা-মূর্খতা-আঁধার-অশুভ-অকল্যাণ-অপশক্তির বিণাশ থেকে মুক্তির উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ার মহাকল্যাণময় শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার , বিশ্ব সুন্নী আন্দোলন নোয়াখালী জেলা, সেনবাগ থানা শাখার উদ্যোগে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে এক বিশাল ঈদে আজম আনন্দ জুলুস  অনুষ্ঠিত হয়। 
        বিশ্ব সুন্নী আন্দোলন-এর প্রতিষ্ঠাতা এবং সার্বজনীন-মানবিক রাষ্ট্র ব্যবস্হা ও বিশ্ব ব্যবস্হা “বিশ্ব ইনসানিয়াত বিপ্লব”-এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিক নির্দেশনায়, জনাব নুরুল হুদা শাহজাহানের  সভাপতিত্বে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব সুন্নী আন্দোলন  এর কেন্দ্রীয় নেতা জনাব আল্লামা খাজা নাজিমুদ্দিন রাশেদ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ফেনী জেলার নেতা জনাব মাওলানা গোলাম সরওয়ার, জনাব হাসান আহমদ ও অনন্য নেতৃবৃন্দ। 
       সত্য মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তাগন ঈমান, দ্বীন ও নাজাতের মূল হিসাবে এ দুনিয়ার প্রিয়নবীর শুভপ্রকাশ শুভাগমনের চির মহা উপলক্ষকে অন্য কোন সাধারন শব্দে নয়, আল্লাহতায়ালার পরম শুকরিয়া হিসেবে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহবান জানান। 
        প্রেমময় রহমতময় পবিত্র সালাতু সালামের মাধ্যমে সমাবেশ ও শান্তিপূর্ণ শোকরিয়া আনন্দ ধর্মীয় জুলুস সুসম্পন্ন হয়।

শেয়ার করুন