Monday, January 23, 2017

ঢাকা-চট্রগ্রাম রুটে প্রভাতী ট্রেনের নতুন বগির উদ্ভোধন

 

বিশেষ প্রতিনিধি:
পুরোনো বগি বদলে নতুন বগি নিয়ে যাএা শুরু করলেন ঢাকা চট্টগ্রাম রোড এর আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী। সকালে কমলাপুরে ট্রেনটির উদ্ভোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। এই সময় মন্ত্রী জানান, ইন্দোনেশিয়া থেকে আনা এইসব বগিতে যাএীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এই সময় রেল মন্ত্রী ঘোষণা দেন পযায়ক্রমে সব ট্রেনের পুরানো বগি বদলে দেওয়া হবে। পরে সকাল ৮টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেডে যায়। যাএীদের বক্তব্য, সাভিস খুবই ভালো। সিট এবং বসার জায়গা সবই ভালো, এর আগে যে সাদা ট্রেনটি ছিল সেটা তেমন ভালো ছিল না। এখন যে ট্রেনটি আছে এটার কালার সুন্দর, দেখতে সুন্দর, যাতায়েতে সুবিধা। রেল মন্ত্রী বলেন, আমাদের বতমান সরকারের মেয়াদ ২ বছর, এই ২বছরের মধ্যে যে প্রকল্প হাতে নিযেছি এই গুলি প্রকৃত বাস্তবায়িত হবে, আগামী ২ বছরে ২০১৮ সালের ডিসেম্বরে রেল যোগান প্রধানে দৃশ্যমান উন্নয়নের অবস্থান আমরা দেখতে পারব।
শেয়ার করুন