Tuesday, January 24, 2017

এবার ফেনীতে আঞ্চলিক ইজতেমার প্রস্তুতি শুরু

 

 ফেনী প্রতিনিধি:
এবার ফেনী জেলাতে আঞ্চলিক ইজতেমার মাঠের প্রস্তুতি শুরু হয়েছে। ফেনী সদরের দেবীপুরে আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারীতে  তাবলীগ জামায়াতের আয়োজনে ও আহালে সুরার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক ইজতেমা মাহফিল। ফেনী শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেবীপুরে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এর আগে গত ২১ ডিসেম্বর থেকে মাঠের প্রস্তুতি মূলক কাজ শুরু হয়েছে। সাড়ে ৬ লাখ বর্গফুটের মুল প্যান্ডেলে, ৫০ হাজার লোকের থাকার ব্যবস্থা, দেড় লাখ লোক বসে এবং আশেপাশে এলাকার দুই লাখ লোক বয়ান শুনতে পারবে বলে উক্ত ইজতেমা কতৃপক্ষ জানিয়েছে। খাবার পানি, স্যানিটেশন সহ সব ব্যবস্থা হচ্ছে। ২১ প্রতিদিন ৫০০ কর্মী কাজ করছে বলে জানিয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে এক সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  ইজতেমার যাবতীয় প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন