Sunday, January 29, 2017

সোনগাজী বখতারমুন্সী ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার মাহফিল

 

সোনাগাজী প্রতিনিধি:
ফেনী সোনাগাজী উপজেলার বখতারমুন্সী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার মাহফিল রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বখতারমুন্সী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আবসার ফারুকীর সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, সোনাগাজী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ্দৌলাহ, ফেনী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মো: হারুনুর রশিদ। মোনাজাত পরিচালনা করেন, উপাধ্যক্ষ মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আরবি প্রভাষক মো: সাইফুল্লাহ, মো: আইয়ুব, বাংলা প্রভাষক আজিজ উল্লাহসহ আরও অনেক।

শেয়ার করুন