Tuesday, February 28, 2017

ফেনী নোয়াখালী রোডে যানবাহন ধর্মঘটের চেষ্টা


ফেনী প্রতিনিধিঃ
আজ সকাল থেকে ফেনী নোয়াখালী রোডে ধর্মঘটের চেষ্টা চলছে। সকাল ৮টার দিকে মহিপাল বাসষ্টানে গাড়ির অপেক্ষায় দেখা যায় অসংখ্য যাত্রী। এসময় বাসের এক লাইনম্যানকে জিজ্ঞেস করা হলে তিনি টাইমস অব ফেনীকে বলে এ ধর্মঘট কয়েকদিন চলতে পারে অথবা কিছুক্ষন পরে শেষ হয়ে ও যেতে পারে। সুগন্ধা দ্রুতযানের শ্রমিকদের এসময় রাস্তায় হট্টগোল করতে দেখা যায়। এ ধর্মঘট শুধু লোকাল বাসগুলোকে করতে দেখা গেছে, স্বাভাবিক নিয়মে চলছে ট্রাক ও সিএনজি। তবে কিছুৃ যাত্রী অভিযোগ করেন বাস না থাকাতে সিএনজি ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে।

শেয়ার করুন