Wednesday, March 1, 2017

কিপিং এর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মুশফিক !!


খেলাযোগঃ
উইকেট কিপিং এ খুবই কঠিন সময় পার করছেন মুশফিকুর রহিম। কিপিং এ বাজে পারফরম্যান্সের জন্য সাম্প্রতিক সময়ে তাকে সমর্থকদের কঠিন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। যাহোক, অবশেষে পরিস্থিতি বুঝে কিপিং এর দায়িত্ব থেকে সরে আসতে সম্মত হয়েছেন মুশফিকুর রহমান।

পূর্বে তিনি বলেছিলেন, টিম ম্যানেজমেন্ট যদি তাকে কিপিং এর দায়িত্ব থেকে সরে যেতে বলেন অথবা যেকোন কিছু তাহলে তিনি তাই করবেন। ইতিমধ্যে জানা গেছে, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট ম্যাচে কিপিং এর দায়িত্ব পালন করবেন না। পাশাপাশি ব্যাটিং অবস্থানে এগিয়ে ৪ নাম্বার এ ব্যাটিং করবেন।

আগামী ৭ মার্চ গলে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৫ মার্চ থেকে।

শেয়ার করুন