Sunday, March 5, 2017

জ্বলছে বাস, বরযাত্রী ব্যস্ত সেলফি নিয়েবিশেষ প্রতিবেদন:
বাস জ্বলছে। কেউ আগুন না নিভিয়ে ব্যস্ত সেলফি নিয়ে। কোথায় সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করবে, তা না করে সবাই ব্যস্ত সেলফি তুলতে। বিষয়টি অবাক করা হলেও সত্য, এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে। এক বিয়ের অনুষ্ঠান শেষে সবাই ছবি তোলার কাজে ব্যস্ত। অনুষ্ঠানে ফটোগ্রাফার আমন্ত্রিত অতিথিদের ছবি তুলছেন। ওই সময় তারা দেখল বরযাত্রী বহনকারী বাসটিতে আগুন জ্বলছে।

 
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বাসটি। বরযাত্রীরা আগুন নেভানোর চেষ্টা না করে উল্টো সেলফি উঠানো শুরু করে। জ্বলন্ত বাসের সামনে নানা ভঙ্গিতে উঠিয়ে ফেললো দুর্লভ কিছু সেলফি। যদিও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ সেরে তারাও বর- কনের সাথে সেলফি তুলেন। এর মধ্যে কয়েক বছরে সেলফি নিয়ে অসংখ্য আলোচিত-সমালোচিত ঘটনা ঘটেছে । তার মধ্যে নতুন করে যোগ হলো এই ঘটনাটি।

শেয়ার করুন