Monday, March 13, 2017

ভূতের ভয়ে প্রাসাদ ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট


 

আন্তর্জাতিকঃ
ভূতের ভয়ে প্রাসাদ ছেড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের। এ সপ্তাহের শুরুতে ৭৬ বছর বয়সী তেমের স্ত্রীকে নিয়ে রাজধানী ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট ভবন ছেড়ে যান বলে জানা গেছে। ব্রাজিলের এক সাপ্তাহিক পত্রিকাকে তেমের জানান, তিনি এবং স্ত্রী মার্সেলা মনে করেন বাড়িটি ছিল ভূতুড়ে এবং সেখানে বিভিন্ন ধরনের ভৌতিক শব্দ হতো। বিদ্যুত ব্যবস্থাও ভাল কাজ করত না।

অশুভ আত্মাদের তাড়াতে প্রেসিডেন্ট তেমেরের স্ত্রী একজন পাদ্রীও ডেকেছিলেন। বিলাসবহুল অ্যালভোরাদা প্রাসাদের ভেতরে আছে সুবিশাল পুকুর, ফুটবল মাঠ, প্রার্থনালয় ও বিস্তীর্ণ প্রাঙ্গন। তারপরেও কাচে ঘেরা এই প্রাসাদকে গুহার মত মনে হয় তাদের কাছে। প্র্রাসাদ ছেড়ে তারা এখন একই এলাকায় ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত ভবনে উঠেছেন।

শেয়ার করুন