Tuesday, March 14, 2017

অনেক নাটকীয়তার পর ওয়ানডে দল ঘোষণা


 

খেলাযোগ:
দিনভর অনেক নাটকীয়তার পর রাতে শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে চমক হয়ে দলে এসেছে একেবারেই নতুন মুখ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। টাইগার ১৬ সদস্যের দলে চমক সানজামুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু লেগ স্পিনার তানভীর হায়দার। জাতীয় দলে সুযোগ পাওয়ার সুসংবাদ নিজ শহর রাজশাহীতে বসে শুনেছেন সানজামুল ইসলাম। শুনে স্বাভাবিকভাবেই খুশি, ‘বলে বোঝাতে পারব না, এটা কত বড় আনন্দের সংবাদ।

চেষ্টা করব সুযোগে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে।’ মাত্রই প্রথম শ্রেনীর ক্রিকেটের আসর বিসিএলে খেলে হঠাৎ করে ডাক পেলেন ওয়ানডে দলে। গত মাসে চট্টগ্রামে বিসিএলের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ওয়ালটনে মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন সানজামুল। দল ঘোষণার আগে কাল দিনভর যে নাটক হয়েছে, তাতে মাহমুদউল্লাহর দলে থাকাটাকেও চমকের মতো মনে হচ্ছে। তিনি যে পি সারা ওভালে শততম টেস্ট খেলছেন না, এটা আগেই জানা গিয়েছিল। ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে থাকা নিয়েও সংশয় জেগেছিল তাঁর ফিরে আসার সিদ্ধান্তের খবরে। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ আছেন ওয়ানডে স্কোয়াডে। তবে খেলোয়াড়সংখ্যা ‘১৬’ বলেই সন্দেহ, শেষ মুহূর্তে ‘বিশেষ বিবেচনায়’ দলে ঢোকেননি তো তিনি! নির্বাচক কমিটি থেকেই যে এর আগে বলা হয়েছিল, তিন ওয়ানডের সিরিজের দল হবে ১৫ সদস্যের! 

বাংলাদেশ ওয়ানডে দল:  তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

শেয়ার করুন