Monday, March 6, 2017

পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবে ব্যবসায়ীর মৃত্যুবিশেষ প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে আলমগীর হোসেন (৪৫) নামের এক আম ব্যবসায়ী মারা গেছেন। গতকাল রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটলেও আজ সোমবার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করলে নিহতের স্বজনদের তোপের মুখে পড়ে পুলিশ। নিহত আলমগীর হোসেনের বাড়ি ভোলার ইলিশ জংশন এলাকায়। তিনি দুই সপ্তাহ আগে উপজেলার রসিকপুর গ্রামের মেয়ের জামাই আমিরুল ইসলাম ওরফে ফুলবাশের বাড়িতে ব্যবসার কাজে যান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আলমগীর হোসেনসহ বেশ কয়েকজন রসিকপুর গ্রামের ভৈরব নদের কিনারে মোতালেবের চায়ের দোকানে বসে ছিলেন। ঘটনার সময় মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে জুয়াড়ি ধরতে অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেন, রেজাউল হোসেন ওরফে খোকন, জাহান আলী পুলিশের হাত থেকে বাঁচতে ভৈরব নদে ঝাঁপ দেন। আলমগীর হোসেন সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যান। খোকন ও জাহান সাঁতরে ওপরে উঠে পালাতে গেলে পুলিশ ওদিক থেকেও ধাওয়া দেয়। এ কারণে তাঁরা নদের মাঝখানে ভাসমান অবস্থায় অবস্থান করেন। কিছুক্ষণ পর খোকন ও জাহান ডাঙায় উঠলে পুলিশ তাদের আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

শেয়ার করুন