Wednesday, March 1, 2017

ফেনীর দাগনভূইয়া উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনদাগনভূইয়া প্রতিনিধি:
আজ বুধবার  দাগনভূইয়া উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ১০ টি উপজেলার  মধ্যে ফেনীর দাগনভূইয়া উপজেলা তারমধ্য ১টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে  দাগনভূইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, এসিল্যান্ড ফেরদৌসী বেগম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলো।


শেয়ার করুন