Sunday, March 19, 2017

ফেনীর একরাম হত্যায় মিনার চৌধুরীর জামিন বাতিল


বিশেষ প্রতিনিধিঃ
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার বিচার কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে এই মামলায় বিএনপি নেতা মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করা হয়েছে। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই আদেশ দেয়া হয়। একই সাথে ছয় মাসের মধ্যে বিচার শেষ না হলে মিনার চৌধুরী জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়েছে। ২০১৪ সালের ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা একরামুল হককে গুলি করে পুঁড়িয়ে হত্যা করা হয়।

শেয়ার করুন