Wednesday, March 22, 2017

হলিউডের ছবিতে দেখা যাবে হিলরি ক্লিনটনকেবিনোদন ডেস্ক:
মাএ ২২ বছর বয়সে হলিউডের ছবিতে দেখা যাবে হিলারি ক্লিনটনকে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে হিলারির জীবনের ছোট একটি অংশ নিয়ে এটি তৈরি করা হচ্ছে। ছবির নাম ‘হোয়েন আই অ্যাম আ মথ’। কলেজের জীবন থেকে শুরু করে আইন স্কুলে পড়ার দিনগুলোও থাকবে। তিনি আলাস্কায় ঘুরতে গিয়ে সব অদ্ভূত কাজ করেছেন। তিনি স্যামন ক্যানরি তে মাছ কাটাকাটিও করতেন। অ্যাডিসন টিমলিনকে দেখা যাবে ২২ বছর বয়সী তরুণী হিলারির চরিত্রে।
ম্যাগডালেনা জিজ্যাক ও জ্যাকরি কোটলার এটি পরিচালনা করবেন। ইতোমধ্যেই এ প্রযোজনার কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন