Thursday, March 16, 2017

দলে ফিরছেন সালমান বাট!


খেলাযোগঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরতে পারেন সালমান বাট। আভাস পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে জেলে যেতে হয়েছিল তাকে। পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, খেলছেন ঘরোয়া ক্রিকেটে। একই সময়ে নিষেধাজ্ঞা উঠে যায় মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফেরও। তবে আমির আগেই ঘরোয়া লীগ খেলার অনুমতি পান। আমির এখন পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন।

আমির গত জানুয়ারী থেকে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেললেও সালমান বাটকে এতদিন জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিটিআইয়ের এক সূত্রে জানা যায়, সালমান বাটকে ছাড়পত্র দিচ্ছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজে দলে ফিরছেন সালমান বাট। এ ব্যাপারে পাকিস্তান জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনা করছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

শেয়ার করুন