Monday, April 10, 2017

দাগনভূঞায় মাশরাফি সমর্থক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত


দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞায় মাশরাফি সমর্থক ফোরামের আয়োজনে আজ সোমবার দুপুরে বাজারের জিরো পয়েন্টে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। ফিরে এসো মাশরাফি এই স্লোগানকে সামনে রেখে মাশরাফির ছবি বেষ্টিত অসংখ্য ব্যানার নিয়ে আজ দাগনভূঞায় মানববন্ধন করেছে মাশরাফি ভক্তরা। আজ বেলা ১.০৫ মিনিটে এই মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন দেশ টিভির ফেনী প্রতিনিধি ও মাশরাফি সমর্থক ফোরামের সভাপতি শেখ ফরিদ উদ্দিন আত্তার, ওমর শরিফ খান, নবীউল হক খাঁন সাহেব মাশরাফি সমর্থক ফোরামের সম্পাদক আসিফ চৌধুরী। উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন প্রতিভা নিবাস, আলাইয়ারপুর স্পোর্টিং ক্লাব, প্রগতি সংসদ আলাইয়ার পুর, দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন, টাইমস অব ফেনীর প্রকাশক ও সম্পাদক, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি, আরটিভির ফেনী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ। বক্তারা এসময় বলেন, সকল ষড়যন্ত্র রুখে আবার মাশরাফিকে তারা টি-২০ ফরমেটে দেখতে চায়।

শেয়ার করুন