Monday, April 10, 2017

ফেনীতে ইভটিজিং এর ধায়ে ৫বখাটেকে মুচলেকানিজস্ব প্রতিনিধিঃ
আজ দুপুরে ইভটিজিং এর ধায়ে ৫বখাটেকে মুচলেকা দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহি মেজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্ব এ ভ্রাম্যমান আদালত আজ দুপুরে ফেনী সরকারী বালিকা বিদ্যালয় এর সামনে এই ৫বখাটেকে হাতেনাতে ধরে কান মুচলেকা দিয়ে পরে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এই ৫বখাটে হলো পাইলট স্কুলের ছাত্র মুফাসসির, তন্ময়, আজিজ. আই.সি.এস.টি ৩য় পর্বের ছাত্র নুরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের ছাত্র নাজিমউদ্দিন।

শেয়ার করুন