Sunday, April 9, 2017

আজমীর শরিফ গেলেন প্রধানমন্ত্রী


সারাদেশঃ
ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে তৃতীয় দিনে আজমীর শরিফ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ৮টায় দিল্লীর এয়ারফোর্স পালাম স্টেশন থেকে আকাশপথে আজমীরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফর-সঙ্গীদের কয়েকজন তার সাথে যাচ্ছেন। সকাল সোয়া ১০টার দিকে বুর্দায় পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে প্রধানমন্ত্রী ও তার সফর-সঙ্গীরা আজমীর শরীফে খাজা মাইনুদ্দীন চিশতী (র) এর দরগায় দোয়া করবেন। বিকেলে শেখ হাসিনার আজমীর থেকে দিল্লী ফেরার কথা রয়েছে। সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণাম মুখার্জীর দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

শেয়ার করুন