Saturday, April 15, 2017

ফেনীতে ফানুস উৎসবে হাজারো মানুষের ঢলনিজস্ব প্রতিনিধি :
ফেনীতে এই প্রথম বারের মতো ব্যতিক্রমধর্মী ফানুস উৎসব হয়ে গেল ১ বৈশাখ শুক্রবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র রাজাঝী দিঘীর পাড়ে। বাংলা নববর্ষ উপলক্ষে ‘ফানুসিয়ানা উদযাপন পরিষদে’র ব্যানারে আয়োজিত উৎসবে উড়ানো হল ছোট-বড় চার’শ ফানুস। এর শ্লোগান ছিল “ফানুস উড়াই, পরান জুড়াই”। হাজার হাজার ফেনীবাসী দিঘীর চারপাশে অবস্থান নিয়ে উপভোগ করলেন এক ঘন্টার ফানুস উৎসব। তারা মূহুর্মূহ করতালি আর হর্ষধ্বনিতে স্বাগত জানালেন এই নতুন আয়োজনকে। একইসাথে আতশবাজির ঝলকানিতে উৎসবটি আরো বর্ণিল হয়ে উঠেছিল।

উৎসবের অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, জাতীয় দলের ফুটবলার কমল। বর্ণিল উৎসবকে সফল করতে কাজ করেছে আড়াই’শ স্বেচ্ছাসেবক। অনুষ্ঠান ধারণে ছিলেন ১০ জন আলোকচিত্রী ও ১০ জন ভিডিও আলোকচিত্রী। বেশ কয়েকটি উভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এতে সহায়তা করে।

শেয়ার করুন