Sunday, May 21, 2017

দাগনভূইয়াতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক" প্রেস ব্রিফিং" অনুষ্ঠিত


দাগনভূইয়া প্রতিনিধি:
দাগনভূইয়াতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রম ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে " প্রেস ব্রিফিং" অনুষ্ঠিত। রবিবার বিকেলে উপজেলার অফির্সাস ক্লাবে জেলা তথ্য অফিস ফেনী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মুনির।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দাগনভূইয়া প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক এমাম হোসেন এমাম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ তাহের পন্ডিত, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি আলমগীর ননী, দৈনিক সমকালের প্রতিনিধি ইমাম হাসান কচি, সাপ্তাহিক প্রতিক্রিয়ার সম্পাদক তোতা মিয়া, সাপ্তাহিক হর্কাসের এম এ কুদ্দুস, সাপ্তাহিক স্বদেশ পত্রের প্রতিনিধি কাজী ইফতেখার ও " টাইমস অব ফেনীর" সম্পাদক এ কে আজাদ ও নির্বাহী সম্পাদক মো. হোসেন। জেলা তথ্য অফিসার উপস্থিত সকল সাংবাদিকদের সোমবার উপজেলার রাজাপুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সকলে থাকার আহবান জানিয়ে প্রেস ব্রিফিং সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন