Wednesday, May 3, 2017

২০১৭ সালের এসএসসি ও দাখিল ফল প্রকাশ বৃহস্পতিবার


বিশেষ প্রতিবেদন:
২০১৭ সালের এসএসসি ও দাখিল ফল প্রকাশিত হবে ৪ মে বৃহস্পতিবার। আগামীকাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উভয় পরীক্ষার ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তারপর দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর দুপুর ২টা থেকে সকল শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস এবং নিজ  প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও মাদরাসা বোর্ডে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। 
শেয়ার করুন