Thursday, May 4, 2017

ফেনীতে নতুন ডিসি মনোজ কুমার রায়শহর প্রতিনিধিঃ
ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসানকে ফেনী থেকে খুলনায় বদলি করা হয়েছে। তার স্থলভিষিক্ত হলেন ১৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মনোজ কুমার রায়। তিনি এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগ উপসচিব ছিলেন। মনোজ কুমার রায় স্বাস্থ্য বিভাগের আগে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সরকারের পূর্ত মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, শিক্ষা সচিবের একান্ত সচিব, ভূমি সচিবের একান্ত সচিব, যুব ও ক্রীড়া সচিবের একান্ত সচিব, খাদ্য সচিবের একান্ত সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যের একান্ত সচিবসহ সটকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। ফেনীর নতুন জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।

শেয়ার করুন