Thursday, May 25, 2017

ফেনীর পশ্চিম বিজয় সিংহ স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান


প্রেস বিজ্ঞপ্তি:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয়ে ২৫মে বৃহস্প্রতিবার ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম বেলাল হোসেন মিয়াজীর বিদায় অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক লিটন,পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী। পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গোফরান বাচ্চুর সভাপতিত্বে ও ইউপি সদস্য ইকবাল হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম বেলাল হোসেন মিয়াজী, জেলা পরিষদের নারী সদস্য রাবেয়া আক্তার রাবু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পুলিশের সাব ইনসপেক্টর মো. এয়াছিন মিয়া ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক আলমগীর প্রমুখ।

এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও বিদায়ী প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষককে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেয়া হয়।


শেয়ার করুন