Thursday, May 25, 2017

কর ফাঁকির মামলায় মেসির ২১ মাসের জেল বহাল


খেলাযোগ:
সময়ের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি, যাকে বলা হচ্ছ বিশ্ব শ্রেষ্ঠ খেলােয়াড়। গতকয়েক বছর ধরে এই বিতর্ক চলছে নানান জনের নানান মতামত তাকে নিয়ে। আর সেই মেসির নামে কর ফাঁকির মামলায় ২১ মাসের জেল ঘোষণা করছে আদালত। এরআগে স্পেনের বন্দরনগরী শহর বার্সেলোনার আদালত শাস্তিটা ঘোষণা করেছিলেন গত বছরের জুলাই মাসে। 

মেসি কর ফাঁকির দায়ে পাওয়া সেই শাস্তির বিরুদ্ধে এক মাস আগে আপিল করেছিলেন। কিন্তু তাতে আর লাভ হলো না মেসির। তবে মেসির বক্তদের আশার শব্দটি হল স্পেনই। এর অর্থ কারাদণ্ড হলেও ৩০ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে জেল খাটতে হবে না। স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে, অপরাধটা যদি অহিংস হয় এবং শাস্তি হয় ২ বছরের কম, তাহলে জেলে যেতে হয় না। শাস্তিটা স্থগিত থাকে, একই অপরাধ আবার করলে তখন জেলে যেতে হবে।

সূত্র: প্রথম আলো


শেয়ার করুন