Sunday, May 14, 2017

ফেনীর একই পরিবারের ৩জন নিহত ওমরাহ করে আসার পথেনিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরবে ওমরা করতে গিয়ে ড্রাইভারসহ ফেনীর বারাহিপুরের একই পরিবারে তিন জন নিহতের ঘটনায় থামছেনা শোকের মাতম। শুক্রবার ভোরে ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাওয়ার উম্মে জমজম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশি ইসরাফীল চৌধুরী কিরন জানান, আব্দুল আজিজ শাশুরী, স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে উমরাহ পালন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ, মেয়ে আরিয়া ওছেলে আরাফাত, এবং গাড়ী চালক মাসুদ মারা গেছেন।

দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে। নিহন আব্দুল আজিজের  ফেনী বারাহীপুর ৭নং ওয়ার্ডের সওদাগর বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

শেয়ার করুন