Saturday, May 27, 2017

দাগনভূইয়াতে ভেজাল বিরোধী অভিযান


দাগনভূইয়া প্রতিনিধি:
প্রথম রমজানের পূর্বে শনিবার সন্ধ্যায় দাগনভূইয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা কর্তৃক দাগনভূইয়া বাজারে কাঁচা বাজার, মুদি দোকান ও ফুটপাতে অবৈধভাবে দোকানে ভেজাল বিরোধী সর্তকমূলক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূইয়া প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন, দাগনভূইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন লিটন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হুদা ইসকান্দার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু তাহের পন্ডিত ও টাইমস অব ফেনীর সম্পাদক এ কে আজাদ, প্রকাশক জহিরুল ইসলাম, দাগনভূইয়া প্রতিনিধি আবদুল মুনাফ পিন্টু সহ প্রমুখ।

শেয়ার করুন