Friday, May 26, 2017

তাকিয়া বাজার সমাজ উন্নয়ন পরিষদের আযোজনে ‘জীবিকা’-জীবনমান বিকাশ কর্মসূচির উদ্বোধন


ফেনী প্রতিনিধি :
ফেনীতে ‘জীবিকা’-জীবনমান বিকাশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ২৬ মে শুক্রবার দুপুরে ফেনী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী তাকিয়া বাজার সমাজ উন্নয়ন পরিষদ এর আযোজনে এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভাসিটি অব বাংলাদেশ এর সাবেক ট্রাষ্টি চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত উল্যাহ।

ব্রিজ কেমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি শামসুল আলম ভুট্টু, বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাকুর রহমান। অতিথি ছিলেন চর-মজলিসপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ হোসেন, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসহাক খোকন। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আলহাজ¦ মো. ওমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. এ.এস এম ওয়ালী উল্যাহ, যাকাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিম, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন, এডভোকেট আবদুল ওহাব প্রমুখ।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর উদ্যোগে সোনাগাজীর চরমজলিসপুর ও বগাদানা ইউনিয়নের ১২টি পরিবারের ৩শ ব্যক্তিকে প্রাথমিকভাবে ‘জীবিকা’-জীবনমান বিকাশ এই কর্মসূচির আওতায় নেয়া হচ্ছে। অনুষ্ঠানে জীবন মান উন্নয়ন বিষয়ক দুটি ডকুমেন্টারী প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। একটি ৩০ জনের গ্রুপের জন্য এই প্রকল্পে ৪ লাখ ১০ হাজার টাকা ব্যয় করা হবে। রমজানের পর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

শেয়ার করুন