Friday, May 19, 2017

সোনাগাজীতে ৫০০ হতদরিদ্রের মাঝে আ’লীগ নেতা লিফটনের ইফতার সামগ্রী বিতরনআসন্ন রমজানকে সামনে রেখে সোনাগাজীতে ৫০০ হতদরিদ্র জনসাধারনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে কেন্দ্রীয় আ’লীগের সাবেক সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিফটন। শুক্রবার তিনি উপজেলার ডাকবাংলা ,মতিগঞ্জ, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন,আওয়ামী কার্যালয় ও সর্বশেষ নিজ বাড়ীর প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরন করেন।

তিনি উপজেলার আমিরাবাদ ইউপির সফরপুর সুফি জাফর আহাম্মদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।নামাজের পূর্বে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় অারো উপস্থিত ছিলেন,  নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক অাবুল হোসেন রিপন, দৈনিক অামাদের কন্ঠ জেলা প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ,   অামিরাবাদ ইউপি সদস্য ও ইউনিয়ন  যুবলীগের সভাপতি এনামুল হক,  নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাব,  চর দরবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার দুলাল,  চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন