Tuesday, June 20, 2017

ফেনীতে রোটারী ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত


মোঃ ইউনুছ ভূঞাঁ সুজনঃ  
ফেনীতে রোটারী ক্লাবের  ইফতার ও দোয়া সোমবার বিকালে ফেনী সরকারী কলেজের হল সেমিনার মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ফাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোস্তফা আজিজুল মুনির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান মোমিনুল হক চৌধুরী, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রো:শরীফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব ফেনী কলেজের প্রতিস্ঠাতা সভাপতি রোঃ সিপি সাইফুদ্দিন রাশেদ, সেকোেটারী সারাহান বিনতে মিনহাজ দিয়ানা,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ অাবুল কালাম আজাদ  প্রমুখ।

 বিভিন্ন ক্লাবের সদস্য ও ফেনী শহরের প্রায় ২৫ টি সামাজিক সংগঠনের শতাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ফাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোস্তফা আজিজুল মুনি বলেন, রোটারী ক্লাব বর্তমানের উন্নন্যায়নের ন্যায় ভবিষ্যতে ফেনী  রোটারী ক্লাবের ধারাবহিকতা বজায় থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে সমগ্র মসলিম উম্মাহর কল্যানে মুনাজাত করা হয়।

শেয়ার করুন