Sunday, June 11, 2017

গোলাম সরওয়ার এর লেখা কপিরাইট করে প্রকাশ করে ইউপি চেয়ারম্যান খোকন


আবদুল্লাহ রিয়েল:
জেলার শ্রেষ্ট সংগঠক পদকের জন্য ওবায়দুল কাদেরকে অনুরোধ করলেন ইউপি চেয়ারম্যান খোকন। মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পদক গোলাম সরওয়ার বলেন আমি জননেতা নিজাম হাজারী এমপির ফেনী জেলার সাংগাঠনিক কর্মকান্ডের ধারাবাহিক আংশিক বিবরন গত ৮ই জুন ২০১৭ রাত ১১ টা ৩২ মিনিটে ফেইজবুকে তুলে ধরেছিলাম।পরবর্তীতে দেখা যায় আমার প্রকাশিত সাংগাঠনিক কর্মকান্ডের অগ্রগতির বিবরন অনেকে নকল বা কপিরাইট করে প্রকাশ করে।তার মধ্যে ইউপি চেয়ারম্যান খোকন একজন। ভালোই লাগলো যে আমার প্রকাশিত বিবরন নিয়ে গ্রহনযোগ্যতা দেখে।
আমার প্রকাশিত রিপোর্টের বিষয় বস্তুু ছিল

" লেপটপ নয় জেলা শ্রেষ্ট সাংগাঠনিক পদক দেওয়া হোক" গত ১০ই জুন শনিবার ফেনী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় জনাব মাহাবুবুুল আলাম হানিপ এমপি তার বক্তিতায় আমার রিপোর্টের প্রতিফলন দেখা যায়। এতে আমি নিজেকে একজন সামান্য আওয়ামীলীগের কর্মি হিসেবে গর্বিত মনে করি।
উক্ত বর্ধিত সভায় আমার অংশগ্রহন ইচ্ছা থাকলেও আমি অনাধিকার চর্চা মনে করে অংশগ্রহন করি নাই।

শেয়ার করুন