Tuesday, June 20, 2017

দাগনভূঞার ব্যস্ততম সড়কে জনদূর্ভোগ


দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা পৌর শহরের  ব্যস্ততম সড়ক ফাজিলের ঘাট রোড। সোনাগাজী পশ্চিম এবং দাগনভূঞার পূর্ব প্রান্তে দুই উপজেলার হাজার হাজার মানুষ এ সড়ক পথেই নানা প্রয়োজনে যাওয়া আসা করতে হয়। কিন্তু রাস্তায় জনদূর্ভোগ কোন ভাবেই তাদেরকে ছাড়ছেনা। বিশেষ করে মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে সড়কটি যেন একটি মরণ ফাঁদ। 

সরেজমিনে দেখা যায়,সড়কটি দাগনভূঞা শহর থেকে ফাজিলের ঘাট,মিয়াজীর ঘাট,তালতলী বাজার, সোনাগাজীর উপজেলার কুঠির হাট পর্যন্ত বিস্তৃত। এ পথে প্রতিদিন শত শত সিএনজি,রিক্সা এবং ভারী যান চলাচল করতে হয়। কিন্তু ক্ষত বিক্ষত এ সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই। বিশেষ করে ফাজিলের ঘাট বাজার পর্যন্ত সড়কটির অবস্থা খুবই নাজুক। একেতো শুরু রাস্তা তার উপর খানা খন্দকে ভরা অল্প বৃষ্টিতেই পানি আটকে থাকে। রাস্তার এমন ব্যহাল অবস্থার কারনে মাঝে মধ্যে মানুষজন দূর্ঘটনার কবলে পড়েন। সংশ্লিষ্ট বিভাগ এ সড়কটির বিষয় জানিয়েছেন সড়কটি মেরামতে বরাদ্ধ এসেছে শীর্ঘই টেন্ডার হবে।

শেয়ার করুন